যশোরে গাড়ির গিয়ারবক্সে ১২ কেজি সোনা
যশোরের বাঘারপাড়ায় একটি প্রাইভেটকার থেকে ১২ কেজি ৮৩ গ্রাম সোনা উদ্ধার করেছেন পুলিশ। গতকাল শুক্রবার রাতে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ১১০টি সোনার বার উদ্ধার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার প্রাইভেটকারটি ছিনতাইয়ের চেষ্টাকালে বাঘারপাড়া থানার পুলিশ গাড়িটি উদ্ধার করে।
urgentPhoto
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহমেদ জানান, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হকের উপস্থিতিতে শুক্রবার রাতে প্রাইভেটকারটিতে তল্লাশি করা হয়। এ সময় গাড়ি (ঢাকা মেট্রো-গ-১৩-৯৫৪০) থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। ১১টি প্যাকেটে বিশেষ কায়দায় সোনার বারগুলো গিয়ার বক্সের ভেতরে লুকিয়ে রাখা ছিল।
ওসি আরো জানান, প্রাইভেট কারের মালিক খুলনার তৌহিদুর রহমানকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।
এদিকে গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) যশোর-নড়াইল সড়কের গাবতলা ব্রিজের কাছ থেকে এ প্রাইভেট কারটি ছিনতাই হওয়ার সময় বাঘারপাড়া থানার পুলিশ সেটি উদ্ধার করে। ওই সময় ছিনতাইয়ের অভিযোগে মিজানুর রহমান নামের ঝিকরগাছা থানার এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়। পরের দিন সকালে আটক পুলিশ কনস্টেবল মিজান বাঘারপাড়া থানা থেকে পালিয়ে যান।
আসামি পালানোর ঘটনায় বাঘারপাড়া থানার ওসি কাইয়ুম আলী সরদার, এএসআই নাসির ও কনস্টেবল ওলিয়ার রহমানকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
এদিকে প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনায় দ্রুত বিচার আইনে বাঘারপাড়া থানায় মামলা করেন গাড়িটির মালিক তৌহিদুর রহমান। সেই তৌহিদুর রহমানকেই এখন খুঁজছে পুলিশ।

সাইফুল ইসলাম সজল, যশোর