ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থাকবে পুলিশ আনসারসহ তিন হাজার সদস্য
ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়কে কেন্দ্র করে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক হাজার আনসার ও এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া কমিউনিটি পুলিশ, পরিবহন সমিতির পক্ষ থেকে আরো প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক পালাক্রমে কাজ করবেন।
পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এ এস এম মাহফুজুল হক নুরুজ্জামান আজ সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা মোড়ের পুলিশ বক্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়ককে নিরাপদ, যানজটমুক্ত ও পশুবাহী ট্রাকে চাঁদাবাজি রোধে পুলিশের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ গ্রহণের কথা জানান ডিআইজি।
এ সময় টাঙ্গাইলের কালিহাতীতে চারজন নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে ডিআইজি জানান, এই ঘটনায়
তদন্তে কোনো পুলিশ সদস্যের দোষ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
ডিআইজি পরে মহাসড়ক ঘুরে দেখেন এবং সড়ক ব্যবস্থাপনা বিষয়ে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, হাইওয়ে পুলিশের সুপার শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নাসির আহমেদ, গাজীপুর