আ. লীগ নেতার ছেলের দোকানে আগুন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/29/photo-1443523353.jpg)
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় দোকানে আগুন দেওয়ার অভিযোগ করেছেন এক আওয়ামী লীগ নেতা। গতকাল সোমবার গভীর রাতে শেখটোলা বাজারে ওই আওয়ামী লীগ নেতার ছেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গভীর রাতে শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের ছেলে রোকনুজ্জামান রাসেলের ‘রাসেল সু স্টোরে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানের সব জুতা-স্যান্ডেল পুড়ে যায়।
আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের অভিযোগ, সোমবার রাতে পুলিশ শেখটোলা এলাকার আমীর আলী নামে এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করে। এর জের ধরে স্থানীয় জামায়াত-শিবিরের কর্মীরা তাঁর ছেলের দোকানে আগুন দেয়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, দোকানে আগুন কীভাবে লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
কিছুদিন আগে আওয়ামী লীগ নেতা রুহুল আমীনের ছেলে রাজন আলী রকি জামায়াত-শিবিরের হামলায় নিহত হন।