বিএনপি কাজ করেনি, ভোট চাওয়ারও অধিকার নেই : স্বাস্থ্যমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘যারা দেশের উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখেনি, মানুষের শান্তি বিনষ্ট করেছে, সেই বিএনপি-জামায়াত ও তাদের সঙ্গীদের ভোট চাওয়ার অধিকার নেই।’
নাসিম বলেন, আওয়ামী লীগই জনগণের ভালোবাসার ভোটে আবারও ক্ষমতায় যাবে।
গতকাল বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
নাসিম বলেন, ‘আওয়ামী লীগ দেশে উন্নয়নের যে নজির সৃষ্টি করেছে, তাতে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেনই। যদি শান্তি-সমৃদ্ধি অব্যাহত রাখতে চান, তাহলে সুযোগ না হারিয়ে আবারও সবাই নৌকায় ভোট দিন। আগামী নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার নির্বাচন। এ নির্বাচনে সবাইকে দলীয় ভেদাভেদ ও কোন্দল দূর করে নির্বাচনী মাঠে সজাগ থাকতে হবে।’
পোরজনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে জনসভায় স্থানীয় সাংসদ হাসিবুর রহমান স্বপন, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কে এম হোসেন আলী হাসান প্রমুখ বক্তব্য দেন।
এ সময় শাহজাদপুর উপজেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন মণ্ডলসহ বেশ কয়েকজন দলীয় নেতাকর্মী মোহাম্মদ নাসিমের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।