ফোন পেয়ে দোকান থেকে বেরিয়ে কিশোর খুন
চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা নদীর তীর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে গোপাল সাহা (১৮) নামে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
গোপাল শহরের ঝিলিম রোডস্থ ময়না জুয়েলার্সের শ্রমিক এবং পৌর এলাকার সাহাপাড়া গণপতি সাহার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, রাতে কাজ করার সময় একটি ফোন পেয়ে দোকান থেকে বের হয়ে যান গোপাল। মধ্যরাতের দিকে স্থানীয়রা সাহাপাড়াসংলগ্ন মহানন্দা নদীর তীরে গোপালের নিথর দেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, নিহতের শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। মাদক বা মেয়েসংক্রান্ত বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গোপালের লাশ আজ বুধবার ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ