কলারোয়ায় ভারতীয় শাড়ি আটক
সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া সীমান্তে বিপুলসংখ্যক ভারতীয় শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি )। বিজিবির ৩৮ ব্যাটালিয়নের ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা আজ বৃহস্পতিবার ভোরে শাড়িগুলো আটক করে।
ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের হাবিলদার বেলাল বলেন, ‘লাঙ্গলঝাড়া সড়কের ওপর পাচারকারীরা বিপুলসংখ্যক শাড়ি জড়ো করে রেখেছে-এই খবরের ভিত্তিতেই আমরা অভিযান চালাই। শাড়িগুলো উদ্ধার করতে পারলেও চোরাচালানিদের আটক করা সম্ভব হয়নি।’ আটক শাড়িগুলোর দাম ১২ লাখ টাকা বলে জানান তিনি। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে ।