শ্রীপুরে আ.লীগের হামলায় আহত ৫
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/26/photo-1424962722.jpg)
গাজীপুরের শ্রীপুর উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় বিএনপির পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপির দাবি, এ সময় দলীয় এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানও ভাঙচুর করা হয়। তবে আওয়ামী লীগ এবং পুলিশের পক্ষ থেকে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার কাওরাইদ বাজারে এ ঘটনা ঘটে।
হামলায় আহত ব্যক্তিরা হলেন শ্রীপুর থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আফজাল হোসেন মণ্ডল, থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলতাব হোসেন মণ্ডল (৩৫), ইউনিয়ন যুবদলের সদস্য রহিম মণ্ডল (৩০), কাওরাইদ ইউনিয়ন ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ ফকির (৩০) ও বরমী ইউনিয়ন যুবদলের সদস্য ব্যবসায়ী লিটন (৩৮)। এর মধ্যে আফজাল হোসেন মণ্ডলকে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলতাব হোসেন মণ্ডল অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে মিছিল শেষে বেলা ১২টার দিকে নেতা-কর্মীরা আফজাল হোসেন মণ্ডলের ব্যবসাপ্রতিষ্ঠানে জড়ো হন।
এ সময় কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল বাতেন, সাবেক সাধারণ সম্পাদক মামুন, যুবলীগ নেতা কাশেমসহ কমপক্ষে ২৫ জনের একদল নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে তাঁদের ওপর হামলা করে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করে। হামলায় অনেকেই ছোটাছুটি করে পালিয়ে যান বলে দাবি করেন আলতাব হোসেন মণ্ডল।
এ ঘটনার পর কাওরাইদ বাজারে থমথমে অবস্থা ছিল। ওই সময় বাজারে কিছু দোকানপাট বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল বাতেন এনটিভি অনলাইনকে জানান, বাজারে কোনো হামলার ঘটনা ঘটেনি। ভাঙচুর বা হামলার ঘটনাগুলো সাজানো।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, ওই বাজারে হামলার কোনো ঘটনা ঘটেনি। দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছিল। এ ঘটনায় হতাহত, মামলা বা গ্রেপ্তার নেই।