ঢাবিতে দীপনের জানাজা দেড়টায়
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ও ব্লগার ফয়সল আরেফিন দীপনের জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। আজ রোববার দুপুর দেড়টার দিকে জানাজা হওয়ার কথা আছে।
ঢাবির কেন্দ্রীয় মসজিদের ইমাম নামাজ পড়াবেন। এতে উপস্থিত থাকবেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, নিহতের আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গতকাল শনিবার সন্ধ্যার দিকে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় ফয়সল আরেফিন দীপনকে খুন করা হয়। তাঁর প্রকাশনী থেকে নিহত ব্লগার অভিজিৎ রায়ের ‘বিশ্বাসের ভাইরাস’ নামে একটি বই প্রকাশিত হয়।