কাজ শেষে বাড়ি ফেরার পথে গণধর্ষণ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/12/photo-1447336034.jpg)
কাজ শেষ করে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হয়েছেন নীলফামারীর এক নারী শ্রমিক। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নারী বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেছেন।
মামলার বরাত দিয়ে ওসি আরো জানান, এই নারী জেলার উত্তরা ইপিজেড এলাকায় একটি কারখানায় কাজ করেন। তাঁর বাড়ি জলঢাকা উপজেলায়। তিনি গতকাল বুধবার রাতে কাজ শেষে ফেরার পথে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বাবুরহাট এলাকায় তিন যুবক তাঁর পথ রোধ করে এবং গণধর্ষণ চালায়।
পরে এলাকাবাসী ওই নারীকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই নারীর স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।