সৈয়দপুরে মিনিবাসের ধাক্কায় কলেজছাত্র নিহত
নীলফামারীর সৈয়দপুরে আজ বৃহস্পতিবার দুপুরে একটি বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেব। এ ঘটনায় তাঁর সহপাঠী মতিনকে (১৮) গুরুতর আহত অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র রফিকুল ইসলাম কয়েকজন সহপাঠীসহ সাইকেলে করে গ্রামের বাড়ি সদরের সংগলশী ইউনিয়নের দীঘলডাঙ্গি থেকে সৈয়দপুর বাইপাস সড়ক হয়ে কলেজে যাচ্ছিলেন। এ সময় ওই সড়কের সেফটিক ট্যাংক এলাকায় রংপুরগামী একটি দ্রুতগামী মিনিবাস তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। তিনি ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। গুরুতর আহত সহপাঠী মতিনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।

মোস্তফা আবিদ, নীলফামারী