দুই মেয়র, ৪২ কাউন্সিলর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/13/photo-1450001957.jpg)
ফেনীর তিনটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুজন এবং কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সির পদে ৪২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
তিনটি পৌরসভায় আটজন মেয়র পদে, কাউন্সিলর পদে ৬৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফেনী সদর : এখানে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী হাজি আলাউদ্দিনসহ ১৮টির মধ্যে ১৭ ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ছয়টির মধ্যে পাঁচটিতে একক প্রার্থী রয়েছেন। এর ফলে তাঁরা সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এঁরা সবাই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। আগামী ৩০ ডিসেম্বর ফেনী পৌরসভায় একজন কাউন্সিলর ও একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন হবে। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. এনামুল হক নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
পরশুরাম : এ পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী নিজাম উদ্দিন সাজেলসহ নয়টি ওয়ার্ডে নয়জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিনটি পদে তিনজন একক প্রার্থী। এখানেও সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এঁরা সবাই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন এখানে দায়িত্ব পালন করছেন। আগামী ৩০ ডিসেম্বর পরশুরামে কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন তিনি।
দাগনভূঞা : এ পৌরসভায় আওয়ামী লীগের ওমর ফারুখ খান ও বিএনপির কাজী সাইফুর রহমান স্বপন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া নয়টি ওয়ার্ডের মধ্যে চারটি ওয়ার্ডে কাউন্সিলর পদে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন হবে। বাকি পাঁচটি ওয়ার্ডে পাঁচজন কাউন্সির ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তিনজন এককপ্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এঁরা সবাই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। দাগনভূঞা উপজেলা নির্বাহী কমকর্তা ফরিদা খানম নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।