কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধলাটেঙ্গুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা ব্যক্তিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরমুকরপুর গ্রামের আলামিনের ছেলে বাবু (১৮) এবং এনামুল হকের ছেলে মতিন (১৭)। তাঁদের লাশ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নেওয়া হয়েছে।
বঙ্গবন্ধ সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আখেরুজ্জামান জানান, সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকায় একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে পড়লে তিনজন হকার ট্রেন লাইনের ওপর দিয়ে হাঁটতে থাকেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন একপ্রেস ট্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এই দুজনের মৃত্যু হয়।

                  
                                                  মহব্বত হোসেন, টাঙ্গাইল