মাগুরা পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার

মাগুরা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে চলা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোল্লা আবদুল হান্নান জানান, মাগুরা পৌরসভার ১৩৩ জন কর্মকর্তা-কর্মচারী পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে ভবনের মূল ফটকে তালা দিয়ে গত দুদিন কর্মবিরতি পালন করে আসছিলেন। আজ মঙ্গলবার মেয়র ইকবাল আক্তার খান কাফুর এক মাসের বেতন প্রদানের আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করে সবাই কাজে যোগ দিয়েছেন।