আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপির প্রার্থীর নানা অভিযোগ
ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলেছেন প্রার্থীরা। আজ মঙ্গলবার নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের সঙ্গে প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওই মতবিনিময় সভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুরাদ হোসেন বিকুল অভিযোগ করেন, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া প্রচারকাজেও বাধা দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
এ সময় মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী মো. সাইফুর রহমান মুকুল বিগত দিনের ধারাবাহিকতায় আগামী নির্বাচনে ব্যাপক কারচুপি হতে পারে বলে দাবি করেন।
মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন মিয়া এ ধরনের সব অভিযোগ অস্বীকার করে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে দাবি করেন।
ওই সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মো. জামিল হাসান ও রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুর ইসলাম।

সঞ্জিব দাস, ফরিদপুর