খুলনায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় তদন্ত কমিটি
খুলনার খালিশপুর রোটারি স্কুলের এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে এলাকাবাসীর ক্ষোভের কারণে আজ রোববার স্কুলে উপস্থিত হননি আলোচিত শিক্ষক আশরাফ হাসান।
রোটারি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ মো. আশরাফুল ইসলাম জানান, আজ এনটিভি অনলাইনে এই সংবাদ দেখার পর তিনি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী সাফায়েত হোসেন প্যারেট, মো. তাজুল ইসলাম ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে এম ইব্রাহিমকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।
আশরাফুল ইসলাম আরো জানান, ছাত্রীর বাবা মৌখিকভাবে তাঁকে পুরো ঘটনা অবহিত করলে তিনি তাঁকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।
এদিকে এই ঘটনার পর আলোচিত শিক্ষক আশরাফ হাসান আজ ভোরের পালায় স্কুলে এলে প্রধান শিক্ষক তাঁকে দ্রুত স্কুল ত্যাগ করার নির্দেশ দেন। এই সময় অভিভাকদের ক্ষোভের মুখে আলোচিত শিক্ষক পেছনের গেট দিয়ে স্কুল থেকে পালিয়ে যান। সেই থেকে তিনি লাপাত্তা রয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা