খুলনায় জামায়াত কার্যালয়ে অভিযান, গ্রেপ্তার ২
খুলনা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে অভিযান চালিয়ে পুলিশ বিপুল ধর্মীয় বই, ব্যানার-ফেস্টুন ও জামায়াত-শিবিরের সদস্য ফরম উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর তারের পুকুর মোড়ের কার্যালয়ে সদর থানা পুলিশ এ অভিযান চালায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবারের হরতালের সমর্থনে খুলনা মহানগর জামায়াতে ইসলামী রয়েল মোড়ের কার্যালয়ে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান করছে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে পুলিশ বিপুল জিহাদি ও ইসলামী বই, ব্যানার-ফেস্টুন, পোস্টার-হ্যান্ডবিল ও জামায়াত-শিবিরের সদস্য ফরম উদ্ধার করেছে। এ ঘটনায় অফিস সহকারী আব্দুল আলীম (৩০) ও মোকাদ্দেস নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের নামে নাশকতার মামলা করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া আব্দুল আলীমের বাড়ি নগরীর খালিশপুরের মুজগুন্নি গাজীপাড়ায়।
রয়েল মোড়ে জামায়াতে ইসলামীর কার্যালয়ে দীর্ঘদিন ধরে কোনো সাইনবোর্ড নেই। তবে ভেতরে ভেতরে তারা সংগঠিত হয়ে কাজ করছিল বলে পুলিশের অভিযোগ।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা