পাঁচবিবিতে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকার একটি পুকুর থেকে আজ বুধবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পলাশ (২৬) নওগাঁ জেলার বদলগাছী উপজেলার খাদাইল গ্রামের আবু বক্করের ছেলে। তিনি বাগজানা এলাকার একটি কৃষি খামারের তদারক করতেন এবং ওই খামার এলাকাতেই স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন ওই এলাকার একটি পুকুরে গলায় রশি পেঁচানো অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ স্পষ্ট করে বলা সম্ভব হবে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট