মাগুরায় ফ্রি মেডিকেল ক্যাম্প

মাগুরার জোৎশ্রীপুরে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন এক রোগী। ছবি : এনটিভি
মাগুরার শ্রীপুর থানার জোৎশ্রীপুর গ্রামে ছোটন স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পের। আজ বুধবার সকাল ১০টার দিকে ক্যাম্পের উদ্বোধন হয়। ক্যাম্প চলবে বিকেল ৪টা পর্যন্ত।
দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাসুদেব গাঙ্গুলী।
ক্যাম্পে উপস্থিত ছিলেন মাগুরার সিভিল সার্জন এফ বি এম আবদুল লতিফ, ডেন্টাল সার্জন সুশান্ত কুমার বিশ্বাসসহ বিভিন্ন জেলা থেকে আসা ১৬ জন চিকিৎসক।
ক্যাম্পে এসে ১৬টি বুথে থাকা ১৬ জন চিকিৎসকের স্বাস্থ্যসেবা পান প্রায় দেড় হাজার রোগী। বিভিন্ন ওষুধ কোম্পানির পক্ষ থেকে রোগীদের দুই লাখ টাকার ফ্রি ওষুধ বিতরণ করা হয়।