পাবনায় বাস ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ
পাবনা-ঢাকা পথে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের আজ শুক্রবার তৃতীয় দিন চলছে। গত বুধবার থেকে শুরু হওয়া লাগাতার এ ধর্মঘটের ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
পাবনার সরকার ট্রাভেলসের স্বত্বাধিকারী এম এ কাফী সরকার জানান, সিরাজগঞ্জের শাহজাদপুরে ১২ জানুয়ারি রাজদূত পরিবহনের একজন শ্রমিকের সঙ্গে শাহজাদপুরের এক শ্রমিকের কথাকাটাকাটি হয়। এর জের ধরে পরদিন পাবনার অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর করে শাহজাদপুরের শ্রমিকরা।
এর পর থেকে নাটোরের বনপাড়া হয়ে পাবনা থেকে ঢাকায় চলাচল করছিল বেশ কিছু বাস। দীর্ঘ ১০ দিনেও এ সমস্যার সমাধান না হওয়ায় গত বুধবার সকাল থেকে মালিকরা ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেন।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান জানান, আগামীকাল শনিবার পাবনা ও শাহজাদপুরের বাস মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে যদি সমস্যার সমাধান হয়, তাহলে ভালো।
সমস্যার সমাধান না হলে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি।


এ বি এম ফজলুর রহমান, পাবনা