খুলনায় উপ-আঞ্চলিক স্কুল ও মাদ্রাসা শীতকালীন খেলাধুলার উদ্বোধন
খুলনায় ৪৫তম উপ-আঞ্চলিক স্কুল ও মাদ্রাসা শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬ (খুলনা অঞ্চল)-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে খুলনা জিলা স্কুল মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, যৌবনের বিকাশ হলো ক্রীড়া। একজন ক্রীড়াবিদ দেশকে বিশ্বের দরবারে পরিচিত করে তুলতে পারে। একজন খেলোয়ার শৃঙ্খলার মধ্যে থাকে। তোমাদের মধ্য থেকে সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমানের মতো ক্রীড়াবিদ তৈরি হবে। চরিত্র গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ ও জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ক্রীড়াচর্চার মাধ্যমে দেশে তরুণদের মনে প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়, যা দেশ ও জাতির জন্য ইতিবাচক দিক।
বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনার জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক টি এম জাকির হোসেন এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন উপ-আঞ্চলিক স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির সম্পাদক মো. কামরুজ্জামান। এ সময় খুলনা বিভাগের ১০ জেলার জেলা শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা