মুন্সীগঞ্জে পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা
মুন্সীগঞ্জে জেলা পুলিশ সুপারের আয়োজনে বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে শহরের থানা কাউন্সিল এলাকার পুলিশ লাইন্স প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান।
জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এসপি মাহবুবুর রহমান, জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, বীর মুক্তিযোদ্ধা কাদের মোল্লা, মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুখেন ব্যানার্জি, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউর ইসলাম হিরুসহ জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
সন্ধ্যার পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রয়েছে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।