সমৃদ্ধ অর্থনীতির চেয়েও গণতন্ত্র গুরুত্বপূর্ণ, ৫১ শতাংশের মত

দেশের ৫১ শতাংশ মানুষের কাছে সমৃদ্ধ অর্থনীতির চেয়েও গণতন্ত্র গুরুত্বপূর্ণ। সমৃদ্ধ অর্থনীতি আর গণতন্ত্র দুটির একটি বেছে নিতে বললে ৫৬ শতাংশ পুরুষ এবং ৪৬ শতাংশ নারী বেছে নেবেন গণতন্ত্রকেই।
কিছু সমস্যা থাকলেও গণতন্ত্রই সরকারের সবচেয়ে ভালো ব্যবস্থা এ বিষয়ে একমত ৮৮ শতাংশ মানুষ।
গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেন-বাংলাদেশের করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে। গত বছরের ৩০ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত জরিপটি পরিচালনা করে মার্কেটিং গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেন-বাংলাদেশ। তত্ত্বাবধান করে গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারস ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। আজ সোমবার জরিপের ফলাফল সম্পর্কে জানা গেছে।
জরিপে প্রশ্ন রাখা হয়, বাংলাদেশে কোনটা আপনার কাছে গুরুত্বপূর্ণ: সরকারে গণতান্ত্রিক ব্যবস্থা নাকি একটি সমৃদ্ধিশালী অর্থনীতি?
জরিপে দেখানো হয়, ২০১৫ সালের নভেম্বরে ৪৩ শতাংশ মানুষ জোর দিয়ে জানান যে গণতন্ত্রই গুরুত্বপূর্ণ। আট শতাংশ মানুষ মোটামুটিভাবে এর পক্ষে অবস্থান নেন। অন্যদিকে ৩২ শতাংশ মানুষ জোর দিয়ে জানিয়েছেন তাঁরা উন্নতির পক্ষে। ১৩ শতাংশ মানুষ জানিয়েছেন, মোটামুটিভাবে তাঁরা উন্নয়নের পক্ষে।
জরিপে দেখা যায়, ২০১৪ সালের সেপ্টেম্বরে একই প্রশ্নের উত্তরে ৫৮ শতাংশ জোর দিয়ে জানিয়েছেন তাঁরা গণতন্ত্রের পক্ষে। অন্যদিকে ১০ শতাংশ মানুষ জোর দিয়ে জানিয়েছেন তাঁরা উন্নয়নের পক্ষে। ২০ শতাংশ মানুষ জানিয়েছে তাঁরা মোটামুটিভাবে উন্নয়নের পক্ষে।
গণতন্ত্র মানে?
জরিপে প্রশ্ন রাখা হয়, গণতন্ত্র শব্দটা শুনলে প্রথম কী আসে মাথায়?
সর্বাধিক ৪০ শতাংশ মানুষ উত্তর দিতে চাননি এবং এঁদের অনেকে জানিয়েছেন, তাঁরা জানেন না।
এরপর ১৬ শতাংশ মানুষ জানিয়েছেন, গণতন্ত্র মানে সকল রাজনৈতিক দলের অধিকার নিশ্চিত করা। ১৫ শতাংশ জানিয়েছেন, গণতন্ত্র মানে নির্বাচন। ১১ শতাংশ জানিয়েছেন গণতন্ত্র মানে মতপ্রকাশের স্বাধীনতা। ছয় শতাংশ মনে করেন গণতন্ত্র মানে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। দুই শতাংশ মনে করেন গণতন্ত্র মানে চলাফেরার স্বাধীনতা। অন্যান্য বিষয় নিয়ে বলেছেন ১০ শতাংশ।
জরিপে দেখানো হয়, ২৪ শতাংশ মানুষ জোর দিয়ে জানান, তাঁরা বিশ্বাস করেন না যে, গণতন্ত্রে অর্থনৈতিক ব্যবস্থা বাজেভাবে চলে।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যাপারে গণতন্ত্র ভালো নয়, বিষয়টিতে একমত পোষণ করেন ৩৮ শতাংশ মানুষ। সেখানে এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন ৬১ শতাংশ মানুষ।
গণতন্ত্রে সমস্যা থাকতে পারে, কিন্তু এখনো অন্যান্য ব্যবস্থা থেকে তা ভালো- এ ব্যাপারে একমত পোষণ করেন ৮৮ শতাংশ মানুষ।