মুন্সীগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
কম্বল বিতরণের সময় বক্তব্য দিচ্ছেন মুন্সীগঞ্জের এমপি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জ শহরে শীতার্ত লোকজনের মধ্যে কম্বল বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের জমিদারপাড়া পানির ট্যাঙ্কির পাশে কম্বলগুলো বিতরণ করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, মুন্সীগঞ্জের বিভিন্ন প্রান্তের হতদরিদ্র সাত হাজার লোক আজ কম্বল পেয়েছেন। এ ছাড়া দরিদ্র লোকজনের মধ্যে আড়াই লাখ টাকাও বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণের সময় মুন্সীগঞ্জ-৩ আসনের এমপির সঙ্গে ছিলেন শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান আরিফ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, মোয়াজ্জেম হোসেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য আবু বক্কর সিদ্দিক মিথুন, জেলা তরুণ লীগের সভাপতি মৃদুল দেওয়ান প্রমুখ।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ