পুলিশের স্পর্ধা এখনই বন্ধ হওয়া উচিত : ড. মিজান
চা বিক্রেতার মৃত্যুতে পুলিশের ভূমিকা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ‘পুলিশ বাহিনীর এই স্পর্ধা এখনই বন্ধ হওয়া উচিত। এটি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। যখন টাকা না দেওয়ার কারণে একজন চা বিক্রেতাকে আগুনে পুড়ে যেতে হয়, তখন এ রকম পুলিশ সদস্য আমাদের দরকার নেই।’
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চা বিক্রেতা বাবুলের মৃত্যুর পর তাঁর স্বজনদের সান্ত্বনা দিতে গিয়ে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
এর আগে রাজধানীর এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আইনের দৃষ্টিতে সবাই সমান, আর তাই যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসছে, তদন্তে দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বুধবার রাতে শাহআলী থানার গুদারাঘাট এলাকায় পুলিশের লাঠির আঘাতের জেরে চুলার আগুনে চা বিক্রেতা বাবুল দগ্ধ হন। আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবারের অভিযোগ, মাদক ব্যবসার প্রতিবাদ করায় বেশ কিছুদিন ধরেই পুলিশ তাঁকে হয়রানি করে আসছিল। চাঁদা না দেওয়ায় পুলিশ লাঠি দিয়ে তেলের চুলায় আঘাত করে।
এ ঘটনায় শাহ আলী থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি।

নিজস্ব প্রতিবেদক