শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি স্বাভাবিক
আট ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কাওরাকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে এ নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ওই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে ধীরে ধীরে কুয়াশা কাটতে শুরু করায় ফেরি চলাচলের অনুমতি দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
এ বিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, ঘন কুয়াশা কেটে যাওয়ায় ফেরিগুলো ঘাট ছেড়ে যাচ্ছে। এরই মধ্যে শিমুলিয়া ঘাট থেকে দুটি ফেরি গন্তব্যস্থলের দিকে যাত্রা করেছে। তবে গতকাল রাতে মাঝনদীতে পদ্মার বিভিন্ন পয়েন্টে আটকেপড়া ফেরিগুলো এখনো ঘাটে এসে পৌঁছায়নি।
এদিকে, আট ঘণ্টা ফেরি ও নৌ চলাচল বন্ধ থাকায় বিভিন্ন ধরনের চার শতাধিক গাড়ি ঘাট এলাকায় জমা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে যানবাহনগুলো পারাপারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।