মাগুরায় নিরু হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি

মাগুরায় নিরু মুন্সী হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তাঁর পরিবার।
আজ শনিবার দুপুরে মাগুরা ভায়না মোড়স্থ নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
পরিবারের পক্ষে লিখিত বক্তব্যে নিহত নিরুর বড় ভাই শিক্ষক হামিদুল হক বলেন, নিরু হত্যা মামলার প্রধান আসামি যশোরে কর্মরত কাস্টমস কর্মকর্তা ইকবাল হোসেন কাবিল নিয়মিত অফিস করছে। কিন্তু গত আট মাসেও তাঁকে গ্রেপ্তার করা হয়নি। এ ছাড়া আসামিদের পক্ষ থেকে মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে ও নিরুর স্ত্রী আঁখি আক্তারকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় জিডি করা হয়েছে।
হামিদুল হক আরো অভিযোগ করেন, এরই মধ্যে গ্রেপ্তার হওয়া আসামি আতাহার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে পাঁচ লাখ টাকার চুক্তিতে কাবিল তাদের নিরু মুন্সীকে হত্যার জন্য ভাড়া করে বলে স্বীকারোক্তি দিয়েছে। মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তদন্ত কর্মকর্তা বদল করা হয়েছে। নিহতের স্ত্রী তিন মেয়েশিশু নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
উল্লেখ্য, গত ১৮ মে শ্রীপুর উপজেলার কচুয়া গ্রাম থেকে মাগুরা শহরে বাড়িতে ফেরার পথে নিরু মুন্সীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১১ জনকে আসামি করে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা করা হয়।