অচেনা নম্বর থেকে ফোন, স্ত্রীর চুল কর্তন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/16/photo-1455628906.jpg)
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়ার আয়েশা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে মারপিট করে তাঁর চুল কেটে দিয়েছেন স্বামী শাহিনুর ইসলাম। মুঠোফোনে অচেনা নম্বর থেকে কল আসার 'অপরাধে' শাহিনুর এই নির্যাতন চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। পুলিশ আজ মঙ্গলবার শাহিনুরকে গ্রেপ্তার করে।
নির্যাতনের শিকার গৃহবধূ আয়েশা ও তাঁর মা আলেয়া খাতুন জানান, বলিদাপাড়া গ্রামের আয়েশার ১০-১২ বছর আগে একই গ্রামের শাহিনুর ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের দুটি শিশু সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই শাহিনুর নানা অজুহাতে আয়েশাকে মারপিট করত। গতকাল সোমবার রাত ১১টার দিকে আয়েশার মুঠোফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। এ নিয়ে শাহিনুর ক্ষিপ্ত হয়ে আয়েশাকে মারপিট করে ধারালো বটি দিয়ে মাথার চুল কেটে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ বিভিন্ন অজুহাতে শাহিনুর তাঁর স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন। সোমবার রাতের ঘটনায় আয়েশা আজ সকালে থানায় মামলা দায়ের করেন। দুপুর ১২টার দিকে পুলিশ স্বামী শাহিনুরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। কাটা চুল ও বটি জব্দ করা হয়েছে।