ঝিনাইদহে তিনজনকে গণপিটুনি, পুলিশে সোপর্দ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/04/photo-1457098356.jpg)
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক ব্যবসায়ীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার সময় তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার পার্বতীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম।
আটক তিনজন হলেন কুষ্টিয়া জেলার নোয়াপাড়া গ্রামের ফিরোজুর রহমান, স্বস্তিপুর গ্রামের সেলিম হোসেন ও সাইদুল ইসলাম।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, ব্যবসায়ী সাইফুল ইসলামকে অপহরণ করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার পথে রঘুনাথপুর বাজারের লোকজন অপহরণকারীদের গতি রোধ করে এবং তিনজনকে ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
ওসি আরো জানান, আটক ফিরোজুর রহমানের লাইসেন্স করা একটি বন্দুক জব্দ করা হয়েছে। ব্যবসায়িক লেনদেন নিয়ে এ ঘটনা ঘটেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।