ডোবায় মিলল তরুণীর লাশ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/19/photo-1426779109.jpg)
গাজীপুর মহানগরের তালটিয়া এলাকার একটি ডোবা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকালে তালটিয়া এলাকার একটি ডোবায় এলাকাবাসী এক তরুণীর লাশ দেখে পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. একরামুল হক জানান, আনুমানিক ২৪ বছর বয়সের ওই তরুণীর পরিচয় জানা যায়নি।
এসআই আরো জানান, নিহত তরুণীর পরনে নীল সালোয়ার, কালো কামিজ এবং নীল-কালো-হলুদ প্রিন্টের বোরকা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যার পর লাশ ওই ডোবায় ফেলে যায়।