নিজের ঘরে নারীর ঝুলন্ত লাশ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/19/photo-1458380139.jpg)
ঝিনাইদহে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে শৈলকুপার ছোট মৌকুড়ি গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা করে পুলিশ।
নিহত নারীর নাম শারমিন খাতুন (২৫)। তিনি ওই গ্রামের উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী।
শৈলকুপা থানার উপপরিদর্শক গোকুল চন্দ্র অধিকারী জানান, ছয় বছর আগে উপজেলার চর-মৌকুড়ি গ্রামের আনছার শেখের মেয়ে শারমিনের সাথে ছোট মৌকুড়ি গ্রামের উজ্জ্বলের বিয়ে হয়। প্রতিবেশীরা জানিয়েছে, বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলে আসছিল। এর মধ্যে আজ সকালে নিজের ঘরের আড়ার সাথে শারমিনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা।
এটি আত্মহত্যা না হত্যা তা খতিয়ে দেখতে লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানার উপপরিদর্শক। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি জানিয়ে গোকুল চন্দ্র অধিকারী জানান, ঘটনার পর থেকে উজ্জল বিশ্বাসসহ তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।