ঝিনাইদহে ভোটকেন্দ্রে পুলিশের গুলি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/31/photo-1459422765.jpg)
ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের অনন্তপুর ভোটকেন্দ্রে গুলি চালিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত কেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে আনসার ব্যাটালিয়নের একটি চায়নিজ রাইফেল ছিনতাই করার চেষ্টা করে তারা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ শর্টগানের তিনটি গুলি করে।
কেন্দ্রে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় দুর্বৃত্তদের আঘাতে আহত হন কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারসহ দুজন । এ ঘটনার পর কিছু সময় ভোট গ্রহণ বন্ধ থাকে ।
এদিকে যাদবপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সকাল ৯টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন। দুপুর সাড়ে ১২টার দিকে একই ইউনিয়নের দুই মেম্বার প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয় অন্তত পাঁচজন।
এ ছাড়াও শ্যামকুড় ইউনিয়নের তালশার কেন্দ্রে প্রকাশ্যে সিল মারার অভিযোগ করেছেন স্বতন্ত্র ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা।