নির্বাচনী সহিংসতায় ঢাবি ছাত্রসহ নিহত ৯
দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় জামালপুর, যশোর, চট্টগ্রামের সন্দ্বীপ, মাদারীপুর, নাটোর, মানিকগঞ্জ ও ঢাকার কেরানীগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। এনটিভির প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউপি নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় এক পুলিশ কনস্টেবলসহ চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বাউরিয়া ইউনিয়নের চর বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এম আর মুর্তজা, মাদারীপুর : গতকাল রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের দক্ষিণ বিরাঙ্গল গ্রামে ভোট গণনার সময় দুই ইউপি সদস্য প্রার্থীর সংঘর্ষে সুজন মৃধা নামের যুবক (২৫) নিহত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন বলে পরিবার জানিয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশের গুলিতে সুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সাইফুল ইসলাম সজল, যশোর : যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের একটি কেন্দ্র দুর্বৃত্তরা দখলের চেষ্টা করলে পুলিশের গুলি ও দুর্বৃত্তদের বোমার আঘাতে কেন্দ্রের বাইরে থাকা সাত্তার নামের এক ফেরিওয়ালা নিহত হন।
দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ : উপজেলার হজরতপুরের মধুরচর কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় শুভ নামের এক স্কুলছাত্র।
শফিক জামান, জামালপুর : মেলান্দহের শেরপুর ইউনিয়নের উত্তর বালুরচর কেন্দ্রের বাইরে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে রফিকুল ইসলাম নামের একজন নিহত হয়েছে।
হালিম খান, নাটোর : জেলার লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের হাবিবপুর ভোটকেন্দ্র এলাকায় সংঘর্ষে আহত যুবক বিপ্লব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত রাত ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ : নির্বাচনী সহিংসতায় দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নামেছা বেগম (৩৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আরো চারজন আহত হন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে, এ নির্বাচনে এ পর্যন্ত পাওয়া ফলাফলে বেশির ভাগ ইউনিয়নেই আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।