বন্য হাতির আক্রমণে বান্দরবানে নারীর মৃত্যু
বান্দরবানে বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কদুখোলায় স্থানীয় বাসিন্দা মো. আব্বাছ আলীর বাড়িতে বন্য হাতির দল হানা দিলে বাড়ির লোকজন ঘরবাড়ি ছেড়ে পাহাড়ের দিকে পালিয়ে যেতে সক্ষম হলেও হালিমা বেগম (৫৫) ঘর থেকে বের হতে পারেননি। হাতির দলের পায়ের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই হালিমা মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, বন্য হাতির দল প্রায়ই পাহাড় থেকে লোকালয়ে চলে আসে এবং ঘরবাড়ি ও ফসলি জমির ক্ষতি সাধন করে।
