শৌচাগারে রডের বদলে বাঁশ, প্রকৌশলী বরখাস্ত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/18/photo-1460996118.jpg)
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াসব্লক (শৌচাগার) নির্মাণে ঢালাইয়ের কাজে রডের পরিবর্তে বাঁশ ও বেঞ্চের অ্যাঙ্গেল ব্যবহারের ঘটনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গাইবান্ধার উপসহকারী প্রকৌশলী আরিফ বিল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁকে আটক করেছে।
আজ সোমবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গাইবান্ধা জেলার নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের সেপ্টেম্বর মাসে মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শৌচাগার নির্মাণের কাজ শুরু হয়। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ঠিকাদার আবদুল খালেক বকশি ওই নির্মাণকাজের দায়িত্ব পান।
নীতিমালা অনুযায়ী বিভিন্ন ঢালাইয়ের কাজে ১০ থেকে ১২ মিলিমিটারের লোহার রড ব্যবহার করার কথা। কিন্ত সেখানে রডের পরিবর্তে ঢালাই কাজে চিকন বাঁশ ও বেঞ্চের অ্যাঙ্গেল ব্যবহার করা হয়। ওই কাজের তদারকির দায়িত্বে ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার উপসহকারী প্রকৌশলী আরিফ বিল্লাহ।
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দুদক রংপুর অঞ্চলের সহকারী পরিচালক মো. জাকারিয়া গত ১৩ এপ্রিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ে এসে উপসহকারী প্রকৌশলী আরিফ বিল্লাহ ও ঠিকাদার আব্দুল খালেক বকশিকে আটক করে থানায় সোপর্দ করেন।