গণতন্ত্রের সুফল পেতে উপড়ে ফেলতে হবে জঙ্গিবাদ, দুর্নীতি : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রের সুফল পেতে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা এবং দুর্নীতির আগাছা উপড়ে ফেলতে হবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধ করতে হবে।
আজ রোববার সকালে সাভারের আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ব্যাটালিয়ন প্রশিক্ষণ-১৬/১৭ অনুশীলন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
তথ্য ও প্রযুক্তি খাতে উন্নয়ন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তি সমন্বয় করে সারা বিশ্বের সঙ্গে সম্পর্ক রক্ষা চলছে। তিনি বলেন, বিশ্বের নেতৃত্ব এবং অর্থনৈতিক উন্নয়নের সোপানে একটি বিপ্লব ঘটছে। যে বিপ্লবের মাধ্যমে ক্ষমতাধর ইউরোপ ও আমেরিকার কবল থেকে মুক্ত হয়ে বাংলাদেশ, চীন, ভারত, ব্রাজিলসহ আরো কয়েকটি দেশ নতুন পথের সন্ধানে রয়েছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ক্যাডেটদের প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌসসহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ৪৫০ জন ক্যাডেট প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ নেন।

জাহিদুর রহমান