শেরপুরে ব্যাংকে ঋণ পেতে প্রতারণা, আটক ১
শেরপুর জেলা শহরের যমুনা ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরের ছেলে পরিচয়ে প্রতারণা করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম ফরহাদ মাহমুদ। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শেরপুর শহরের শহীদ বুলবুল সড়কের যমুনা ব্যাংকের শাখা থেকে তাঁকে আটক করা হয়।
ফরহাদের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারীতে। তাঁর বাবার নাম মৃত ফয়েজ উল্লাহ।
পুলিশ ও ব্যাংক কর্মকর্তা সূত্রে জানা যায়, শেরপুর জেলা শহরের শহীদ বুলবুল সড়কের যমুনা ব্যাংকের শাখায় গতকাল একটি ঋণের ব্যাপারে তদবিরে আসেন ফরহাদ মাহমুদ। এরপর আজ দুপুরে আবার তিনি ওই ব্যাংকে যান। এ সময় তিনি নিজেকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইবরাহিম খালেদের ছেলে হিসেবে পরিচয় দেন। তাঁর কথাবার্তায় সন্দেহ হলে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি শেরপুর সদর থানাকে জানায়। পরে পুলিশ এসে ফরহাদ মাহমুদকে থানায় নিয়ে যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ফরহাদ প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।

কাকন রেজা, শেরপুর