শেরপুরে অটোরিকশাচালকের লাশ উদ্ধার
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে আবদুল হাকিম (৪২) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার পানিহাতা এলাকা থেকে হাকিমের লাশ উদ্ধার করা হয়।
নিহত হাকিম ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। হাকিমের স্বজনরা জানায়, গত মঙ্গলবার সকালে তাঁর সিএনজিচালিত অটোরিকশাসহ নিখোঁজ হন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান জানান, গত মঙ্গলবার হালুয়াঘাট বাজার থেকে যাত্রী নিয়ে নালিতাবাড়ীর পানিহাতা যান আবদুল হাকিম। এরপর থেকে তিনি নিখোঁজ। আজ দুপুরে ভারতীয় সীমান্ত এলাকার কাছাকাছি আবদুল হাকিমের লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়।
এদিকে হাকিমকে না পেয়ে তাঁর স্ত্রী ফরিদা খাতুন বুধবার হালুয়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পানিহাতার বাসিন্দারা জানায়, মঙ্গলবার পানিহাতায় একটি চায়ের দোকান চা খান নিহত সিএনজিচালিত অটোরিকশাচালক হাকিম। চা খাওয়ার পর পাহাড়ে বেড়াতে যান তিনি। এর বেশ কিছুক্ষণ পর হাকিম যে যাত্রীদের পানিহাতা এনেছিলেন তাঁদের একজন সিএনজিটি চালিয়ে অন্যদের নিয়ে চলে যায়। ওই ঘটনার পর আজ হাকিমের লাশ উদ্ধার করা হয় পাহাড়ের নিচ থেকে।

                  
                                                  কাকন রেজা, শেরপুর