পুরস্কার পেলেন এনটিভির জ্যেষ্ঠ ক্যামেরাপারসন ওয়াহিদুজ্জামান
দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার পেলেন এনটিভির জ্যেষ্ঠ ইএনজি ক্যামেরাপারসন ওয়াহিদুজ্জামান। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইপি) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ উদ্যোগে এই পুরস্কার দেওয়া হয়েছে।
২০১৫ সালে ফসলে ক্ষতিকর কীটনাশকের ব্যবহার নিয়ে এনটিভির বিশেষ প্রতিনিধি আশিকুর রহমান চৌধুরীর ধারাবাহিক প্রতিবেদনের জন্য ক্যামেরাপারসন ক্যাটাগরিতে ওয়াহিদুজ্জামান এ অ্যাওয়ার্ড পেলেন। এ ছাড়া আরো চার গণমাধ্যমকর্মীকেও এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। জাতীয় দৈনিক পত্রিকা ক্যাটাগরিতে দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কুন্তল রায়, আঞ্চলিক সংবাদপত্র ক্যাটাগরিতে সিলেটের দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার শাহ সোহেল আহমেদ, টেলিভিশন ক্যাটাগরিতে চ্যানেল ২৪-এর মো. মাহবুবুল আলম এবং পত্রিকায় প্রকাশিত আলোকচিত্র ক্যাটাগরিতে দৈনিক সমকালের কাজল হাজরা পুরস্কার পেয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি মিলনায়তনে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলেন দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জার্মান হাইকমিশনের শ্যাজে ডে ফেয়ার ফার্দিনান্দ ফন ভাইয়ো। অ্যাওয়ার্ড প্রদানে সহযোগিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জার্মানির উন্নয়ন সংস্থা জিআইজেড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মো. মফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান ও তথ্যসচিব মরতুজা আহমেদ। বিজয়ীরা আগামী ১৩-১৫ জুন ২০১৬ পর্যন্ত জার্মানির বনে অনুষ্ঠেয় গ্লোবাল মিডিয়া ফোরামে অংশ নেবেন।
দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমকে আরো বেশি সক্রিয় করা এবং গণমাধ্যমকর্মীদের এ ধরনের রিপোটিংয়ে উৎসাহী করতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) যৌথভাবে ২০১৪ সাল থেকে দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার বাংলাদেশ প্রবর্তন করে।
অনুষ্ঠানে সমাজের দুর্নীতি প্রতিবোধে সংবাদমাধ্যমের ভূমিকা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে প্রতিনিয়ত প্রশাসনের অলিগলিতে আলো ফেলে। যত বেশি আলো ফেলতে পারবে তত প্রশাসন জবাবদিহি করবে, প্রশাসন স্বচ্ছ হবে।’

নিজস্ব প্রতিবেদক