সিইসির কথা না শুনে বেরিয়ে গেলেন প্রার্থীরা

নিজেদের বক্তব্য শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের বক্তব্য না শুনেই মতবিনিময় সভা থেকে বেরিয়ে যান কয়েকজন মেয়র পদপ্রার্থী। আজ রোববার দুপুরে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউটে সিইসির সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রার্থীদের মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।
আজ রোববার সকাল ১১টায় শুরু হয়ে এ সভা চলে দুপুর ১টা পর্যন্ত। প্রথমেই বক্তব্য দেন মেয়র পদপ্রার্থীরা। আর সবার শেষে বক্তব্য দেওয়ার কথা ছিল সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের।
কিন্তু নিজেদের বক্তব্য দেওয়ার শেষে বেরিয়ে যান অধিকাংশ মেয়র পদপ্রার্থী। বের হয়ে যাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক, বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল, মাহী বি চৌধুরী, আবদুল্লাহ আল কাফী, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বাহাউদ্দিন বাবুল, খান মুহাম্মাদ মজলিশ।
নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম এ সময় মাইকে বারবার সবাইকে অনুরোধ করেন বলেন, ‘সিইসি মহোদয় আপনাদের উদ্দেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন, আপনারা দয়া করে একটু বসেন।’ তারপরও সচিবের বক্তব্য উপেক্ষা করে বের হয়ে যান প্রার্থীরা। সিইসির বক্তৃতার সময় সভায় ছিলেন কেবল গণসংহতি আন্দোলন সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি।
সভাস্থল ত্যাগ করার সময় অবশ্য মাহী বি চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমার কাজ আছে, তাই চলে যাচ্ছি।’
এ ছাড়া কাউন্সিলর প্রার্থীরা তাঁদের মতামত দিতে না পেরে উত্তেজিত হয়ে সিইসির বক্তব্যের আগে বের হয়ে যান। এ বিষয়ে জানতে চাইলে প্রচারণা কাজে চলে যাচ্ছেন বলে জানান তাঁরা।
বিষয়টি নিয়ে কথা বলতে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলামকে ফোন দেয়া হলে রবিবার সন্ধ্যায় তাঁর নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।
আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ। এরই মধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। প্রচারে ব্যস্ত সময় করছেন প্রার্থীরা।