ধর্ষণের শিকার প্রতিবন্ধী, দুজন আটক
মাগুরার শ্রীপুর উপজেলায় এক বাকপ্রতিবন্ধী যুবতী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।
গতকাল সোমবার সন্ধ্যার আগে উপজেলার জোকা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করা হয়েছে। ওই যুবতীকে পরীক্ষার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আটক দুজন হলেন একই গ্রামের জনি শেখ (১৮) এবং আরিফ শেখ (২২)।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) এম এ মাজেদ বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কিছুটা সত্যতা পাওয়া গেছে। তরুণী যেহেতু বাকপ্রতিবন্ধী সেহেতু ডাক্তারী পরীক্ষা ছাড়া সঠিক কিছু বলা সম্ভব হচ্ছে না।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধ্যার আগে মেয়েটির মা ও ভাবি তাঁকে বাড়ি রেখে পাশের ক্ষেতে শাক তুলতে যায়। এই সুযোগে জনি ও আরিফ মেয়েটিকে ঘরে নিয়ে ধর্ষণ করে।
এ সময় মেয়েটির মা ও ভাবি এসে দুই যুবককে আটক করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা