লক্ষ্মীপুরে দুই ট্রাক জাটকাসহ ১৩ জন আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/06/photo-1423230495.jpg)
লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দুই ট্রাক জাটকাসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জেল ও জরিমানা করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মেঘনা নদী থেকে জাটকা ধরে ব্যবসায়ীরা দুটি ট্রাকে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের চন্দ্রগঞ্জ এলাকা থেকে দুটি ট্রাক থামিয়ে ১৩ জনকে আটক করা হয়।
আজ শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নয় ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ডাদেশ এবং দুই ট্রাকচালক ও তাঁদের দুই সহকারীকে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।
এক বছর করে সাজা পাওয়া ব্যক্তিরা হলেন ভোলার জাটকা ব্যবসায়ী সজীব মিয়া, মো. জুয়েল, কামাল হোসেন, মো. ইউনুছ, নূর নবী, মো. ডালিম, নিজাম উদ্দিন, লক্ষ্মীপুর সদর উপজেলার আলমগীর হোসেন ও দুলাল হোসেন। জরিমানা করা হয়েছে রাজবাড়ী জেলার ট্রাক চালক মো. মঞ্জু ও তাঁর সহকারী বিল্লাল হোসেন, দিনাজপুরের ট্রাকচালক জুয়েল ও তাঁর সহকারী রফিককে।
ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা জাটকা চন্দ্রগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এতিমখানা ও দরিদ্র অসহায় ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে।