চট্টগ্রামে এনটিভি চেয়ারম্যানের মুক্তির দাবি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/06/photo-1423239186.jpg)
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিক ও পেশাজীবীরা।
চট্টগ্রামের নূর আহমেদ সড়কে অবস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) কার্যালয়ে আজ শুক্রবার বিকেলে আয়োজিত এক সমাবেশে সাংবাদিক ও পেশাজীবী নেতারা তাঁর মুক্তির দাবিজানান।
সংগঠনের সভাপতি শামসুল হক হায়দরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ার, সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান কে এম সুফিয়ান, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ জানে আলম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য শামসুদ্দিন হারুন, সাবেক সহসভাপতি জাহিদুল করিম কচি, সিএমইউজের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক নসরুল কাদির।