স্বপ্ন ছোঁয়ার আগেই লিভার সিরোসিসে আক্রান্ত শাহীন: বাঁচতে চায় এক মেধাবী প্রাণ

জীবন যখন ডানা মেলার কথা, ঠিক তখনই ঘোর অমানিশা নেমে এসেছে মো. শাহীনের জীবনে। কবি নজরুল সরকারি কলেজ থেকে সদ্য মাস্টার্স শেষ করা এই যুবক যখন পরিবারের হাল ধরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তার শরীরে বাসা বাঁধে মরণব্যাধি লিভার সিরোসিস। বর্তমানে তার লিভারের ৮৬ শতাংশই ক্ষতিগ্রস্ত।চিকিৎসার ব্যয় মেটাতে নিঃস্ব পরিবার ২০১৯ সাল থেকে শাহীন এই মরণব্যাধির সঙ্গে লড়াই করছেন। ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে...