সবার সহযোগিতা চান লিভার, কিডনি রোগে আক্রান্ত দেলোয়ার হোসেন
দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকার কর্মী দেলোয়ার হোসেন (৫১) লিভার ও কিডনির রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত। চিকিৎসার চালাতে গিয়ে তাকে ঋণও করতে হয়েছে।
পত্রিকা থেকে পাওয়া স্বল্প বেতন দিয়ে বাসাভাড়া, সন্তানের লেখাপড়ার পর নিজের চিকিৎসার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে।
এমন অবস্থায় নিরুপায় হয়ে সমাজের হৃদয়বান মানুষের কাছে সহায়তা চেয়েছেন দেলোয়ার হোসেন।
তাকে সাহায্য পাঠানোর ঠিকানা— মো. দেলোয়ার হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর- ১০৫.১০১.৫০০৭৩০, ডাচ্-বাংলা ব্যাংক, মতিঝিল শাখা, ঢাকা। সাহায্য পাঠানো যাবে মুঠোফোন নম্বরেও- ০১৮১৮০৭৩৭৩৪ (বিকাশ)।

এনটিভি অনলাইন ডেস্ক