মৌলভীবাজারে বোরো ধানের বাম্পার ফলন, ধান কাটা শুরু
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের বরুনা এলাকায় বোরো ধান কাটার উৎসব আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জমিতে ব্রি ধান-৫৮ কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. সামসুদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন মোনালিসা সুইটি ও স্থানীয় কৃষক জমির মালিক মো. ইউসুফ মিয়া।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৬ হাজার ৮০০ হেক্টর জমি। ধানের দাম ভালো পাওয়ায় এ বছর বোরো আবাদ বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৭৫০ হেক্টর জমি। জেলার বিভিন্ন এলাকায় ধান পাকতে শুরু করেছে, ঝড়, শিলাবৃষ্টি ও পাহাড়ি ঢল আসার আগে ধান কাটার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।