অভিমানে ছাত্রীর আত্মহত্যার অভিযোগ
রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে প্রযুক্তা নামে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ রোববার (২৮ মে) বিকেল ৩টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, মোবাইলফোন নিয়ে নেওয়ায় অভিমানে সে আত্মহত্যা করেছে। মারা যাওয়া ওই শিক্ষার্থীর নাম প্রযুক্তা সাহা (১৬)। তিনি ইএস ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ও লেভেল দিয়েছে।
ওই শিক্ষার্থীর বাবা বলেন, ‘করোনার সময় মোবাইলফোনে গেমস খেলতে গিয়ে এক ছেলের সঙ্গে প্রযুক্তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে, আমরা তার কাছ থেকে মোবাইলফোন নিয়ে যাই। পড়ালেখায়ও সে অমনোযোগী ছিল। পরে সে অভিমান করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’
প্রযুক্তার বাবা আরও বলেন, ‘আমি একটি অ্যাগ্রিকালচার কোম্পানিতে চাকরি করি। আমাদের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার রথখোলা গ্রামে।’
বিষয়টি নিয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী বলেন, ‘আমরা এমন একটি সংবাদ পেয়েছি। বিস্তারিত জানার জন্য আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিম পাঠিয়েছি। মরদেহটি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’