ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমানের ইন্তেকাল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/05/29/braahmnnbaarriyyaa_jelaa_bienpir_aahbaayyk_jillur_rhmaan_.jpg)
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আহ্বায়ক বিশিষ্ট রাজনীতিবিদ জিল্লুর রহমান (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার (২৯ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা শহরের জেল রোডে ল্যাব এইড স্পেশাইজড হাসপাতালে এই বিএনপিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে জিল্লুর রহমান স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, রাজনৈতিককর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি জানান, জিল্লুর রহমান দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভোগ ছিলেন। এ ছাড়া তিনি হেপাটাইটিস-বিতে আক্রান্ত ছিলেন। সন্ধ্যার আগে শহরের ফুলবাড়িয়ায় নিজ বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়েন। টরে পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিলে সেখানে তিনি ইন্তেকাল করেন। আগামীকাল মঙ্গলবার বাদ জোহর শহরের টেংকেরপাড় মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
এই বিএনপিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মরহুমের বাড়িতে দীর্ঘদিনের রাজনৈতিকসহকর্মী নেতাকর্মীসহ সজ্জন ও স্বজনরা তাকে এক নজর দেখতে ভিড় করেন। এ সময় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
১৯৭৮ সালে জিল্লুর রহমান ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনৈতিক জীবনের সূচনা করেন। তবে বিএনপি প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি বিএনপির রাজনীতি সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।