দেশে কোনো বিচার নেই : সেলিমা রহমান
দেশে কোনো বিচার নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘এ সরকার আমাদের কয়েক হাজার নেতাকর্মীকে গুম-খুন করেছে। চলমান আন্দোলনের মধ্যে ১৭ নেতাকর্মীকে হত্যা করেছে। সরকার পুলিশ প্রশাসনের সাহায্যে সমগ্র বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে।’
আজ শনিবার (১৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল খেলার মাঠে জেলা বিএনপির সম্মেলনে সেলিমা রহমান এসব কথা বলেন। দীর্ঘ ১৪ বছর পর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
সেলিমা রহমান বলেন, ‘সাংবাদিক সাগর-রুনি হত্যার প্রতিবেদন ১০১ বার পিছিয়েছে। সরকার ডিজিটাল আইন করে গণমাধ্যম ও সাংবাদিকদের নির্যাতন করছে। কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। দেশে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। সরকার জনগণকে বিদ্যুৎ দিতে পারছে না। তবে, ৯৬ হাজার কোটি টাকা কুইকরেন্টালকে দিচ্ছে। দেশের শিক্ষার মান শেষ হয়ে গেছে।’
জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মুনির, আজহারুল ইসলাম মান্নান প্রমুখ।