রাজধানীতে স্বামীকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ স্ত্রীর ফোন
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজারে স্বামীকে কুপিয়ে হত্যা করে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করার কথা জানান স্ত্রী। আজ বৃহস্পতিবার (২১ জুন) ভোর সোয়া ৪টার দিকে রায়ের বাজারের সাদেক খান রোডে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামীম মিয়া (৪০) এবং অভিযুক্ত স্ত্রীর নাম বানু বেগম (৩১)।
জাতীয় জরুরি সেবার (৯৯৯) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই দম্পতি রায়েরবাজার এলাকার লিটনের বাড়ি নামে একটি তিনতলা ভবনে বাস করতেন। নিহতের স্ত্রী বানু বেগম নিজেই ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি তার স্বামীকে দা দিয়ে কুপিয়ে খুন করেছেন। এখন তিনি আত্মসমর্পণ করতে চান। এ অবস্থায় তিনি দ্রুত পুলিশ পাঠানোর জন্য ৯৯৯ নম্বরে ফোন করেছেন বলে জানান।”
ফোন কলটি কনস্টেবল তানভীর ধরেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলেন। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে শামীম মিয়ার মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান ও হত্যার দায়ে অভিযুক্ত বানু বেগমকে আটক করে।
প্রাথমিকভাবে জানা গেছে, বানু বেগম নিহত শামীম মিয়ার দ্বিতীয় স্ত্রী। অভিযুক্ত বানু বেগম জানান, দাম্পত্য কলহ ও যৌতুকের জন্য তার স্বামী তাকে প্রায়ই মারধর করতেন, অতিষ্ঠ হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম ৯৯৯-কে বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ সংক্রান্ত একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।