চকলেট ভেবে কীটনাশক খেয়ে দুই শিশুর মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/22/braahmnnbaarriyyaayy-biss-kheyye-dui-shishu-mrtyu-1.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চকলেট ভেবে কীটনাশক খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই বোন হলো বারপাকিয়া এলাকার ইলিয়াস মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৪) ও একই এলাকার কাশেম মিয়ার মেয়ে জান্নাত (৪)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
নিহত শিশুদের পরিবারের সদস্যরা জানান, জান্নাত ও ফাতেমা ঘরে খেলা করছিল। এ সময় সবার অজান্তে খাটের নিচে থাকা তেলাপোকা মারার কীটনাশক চকোলেট ভেবে খেয়ে ফেলে। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে সরাইল স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক জান্নাতকে জেলা সদর হাসপাতালে রেফার করেন। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে এর কিছুক্ষণ পর ফাতেমাকেও সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে তারা কীটনাশক খেয়ে ফেলে।
ওসি বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের লোকজন বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যেতে আবেদন করবেন বলে জানতে পেরেছি।